‘তুফান ২’ আসছে ২০২৫ সালের ঈদুল আজহায়

0
বিনোদন প্রতিবেদকঃ গেল ঈদে বাম্পার হিট দিয়েছিল রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ ছবিটি। সেই ছবির রেশ এখনো কাটেনি। দেশে ও দেশের বাইরে তুমুল জনপ্রিয় হয়েছিল এই সিনেমা। তবে সিনেমা শেষেই জানা গিয়েছিল ‘তুফান ২’ আসছে।

- Advertisement -

এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন রায়হান রাফী। অবশ্য আগেই নির্মাতা রাফী জানিয়েছিলেন, ‘তুফান’ কিছুই না, আসল চমক থাকবে ‘তুফান ২’তে। এবার জানা গেল আগামী কোরবানির ঈদে আসছে ‘তুফান ২’। বিষয়টি জানিয়েছেন ছবিটির পরিচালক রায়হান রাফী।
তিনি বলেন, ‘রোজার ঈদে আসছে ‘লায়ন’ আর কোরবানির ঈদে আসবে তুফান।’ তবে তুফানের দ্বিতীয় কিস্তিতে শাকিব খান থাকবেন কি না, তা আপাতত গোপনই রাখলেন রায়হান রাফী।

তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি। এর মধ্যে আলফা আই সূত্রে জানা যায়, ‘তুফান ২’-এর কিছু কাজ তুফানের প্রথম কিস্তির সঙ্গে হয়েছে।

বাকি কিছু কাজ শেষ করে সিনেমাটা মুক্তির প্রস্তুতি নেওয়া হবে। সেই হিসেবে বলা যায়, ‘তুফান ২’ তে থাকছেন শাকিব খানই। তবে নায়িকা কে থাকবেন, সেটা এখনো নিশ্চিত নয়।অন্যদিকে, বছরের শেষে শুরু হতে যাচ্ছে ‘লায়ন’ ছবির কাজ। যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরীফুল রাজ ও পশ্চিমবঙ্গের নায়ক জিৎ।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.