তিন চাকা যান শ্রমিকদের বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য ভাড়া নির্ধারণ এবং গণতান্ত্রিক শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় যৌথসভা অনুষ্ঠিত।
বিশেষ প্রতিবেদকঃ আজ ২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার বিকাল..টায় অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে রিক্সা-ভ্যান শ্রমিক ও ইজিবাইক শ্রমিকদের জন্য বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য ভাড়া নির্ধারণ ও গণতান্ত্রিক শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক নেতৃবৃন্দের দ্বিতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা মোঃ শরিফুল ইসলাম মোড়ল। সভায় আলোচনা করেন…..। সভাটি পরিচালনা করেন রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মোঃ আল মামুন শেখ।
- Advertisement -
Related Posts
আলোচক নেতৃবৃন্দ বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের সকল শ্রমজীবী মানুষ একটা কঠিন সময় পার করে চলেছে। বিশ্বের সামগ্রিক সংকটের প্রভাব এবং দেশের অর্থনীতিতে আবাধ লুটপাট সংকট আরো গভীর থেকে গভীরতর করে চলেছে। এমন পরিস্থিতিতে শ্রমজীবী জনগণের ঘাড়ে লুটপাটের বোঝা চাপিয়ে নিত্য পণ্যের মূল্য চবারও বৃদ্ধি করা হয়েছে। এই সংকটের মধ্যে তিন চাকার যানের শ্রমিকদের দৈনিক উপার্জনে জীবন-জীবিকা নির্বাহ কঠিন হয়ে দাড়িয়েছে। সেকারণে শ্রমিকদের বেঁচে থাকার জন্য চলতি ভাড়ার বিপরীতে বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য ভাড়া পুনঃনির্ধারণ আশু জরুরি হওয়ায় আমরা শ্রমিক প্রতিনিধিরা সম্মিলিত ভাবে গত ২ ফেব্রুয়ারি এক যৌথ সভায় একটি যৌক্তিক ভাড়ার প্রস্তাব করা হয়। ন্যায্য ভাড়া নির্ধারণে উঠানামা সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা থেকে ১০ টাকা এবং চলমান সকল জায়গার ভাড়ার স্থালে পাঁচ টাকা বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছিলো। আমরা গত সভায় যে ভাড়া প্রস্তাব করেছিলাম, সেই ভাড়া অদ্যকার সভায় পর্যালোচনা করে নির্ধারণ করা হল। সকল শ্রমিক ভাইদের প্রতি বিশেষ আহ্বান জানানো হল, এই ভাড়া কার্যকর করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে। সেই সাথে জনগণের প্রতি আমাদের আহ্বান, শ্রমিকদের জীবন-জীবিকা নির্বাহে তাদের পাশে এসে দাড়ান।