- Advertisement -
১৪ মার্চ আমির খানের জন্মদিন। তার আগেই তার বাড়িতে হাজির হলেন দুই বন্ধু শাহরুখ খান ও সালমান খান। আমির খানের ৬০তম জন্মদিনের আগে তাঁর বাড়িতে অন্য দুই খানের উপস্থিতি নতুন করে আশা জাগাচ্ছে ভক্তদের।
সিনেমার পর্দায় তো নয়ই, তিন খানকে একসঙ্গেও খুব একটা দেখা যায় না। এর আগে ৩ জনকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে। ‘নাটু নাটু’ গানে নাচও করেছিলেন তারা। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে তিন খানের একসঙ্গে কাজ করার বিষয়টি উঠে আসে। আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই বলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’ সঙ্গে আরও বলেছিলেন, ‘তবে হ্যাঁ আমাদের ৩জনকে একসঙ্গে আনতে ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।’
বর্তমানে নিজের আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পর’ নিয়ে ব্যস্ত আমির খান। এর মাধ্যমে ৩ বছর পর পর্দায় ফিরছেন অভিনেতা। অন্যদিকে, ‘ডানকি’র পর শাহরুখ খানকে দেখা যাবে সুজয় ঘোষের ‘কিং’-এ। আর সালমান খান ঈদে আসছেন ‘সিকান্দার’ সিনেমা নিয়ে।