ঢামেকে অসুস্থ কারাবন্দির মৃত্যু

0
রাজধানী ডেস্কঃ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আ. গাফ্ফার মৃধা (৫০) নামে এক কারাবন্দির (হাজতি) মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী মানিক হোসেনসহ কারারক্ষীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি কোন মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি। তার বাবার নাম মৃত আ. মোতালেব মৃধা।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.