ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হক আর নেই

0
বিশেষ প্রতিবেদক                ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এমরানুল হক আর নেই।আজ রবিবার ভোরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসন্তান ও এক পুত্রসন্তান রেখে গেছেন।এমরানুল হকের মরদেহ আজ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।গত কয়েক বছর ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।ব্যবস্থাপনায় স্নাতক ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী এমরানুল হক ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালে (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি বা ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে কর্মজীবন শুরু করেন।১৯৯৮ সালে এমরানুল হক ঢাকা ব্যাংকে যোগ দেন। ঢাকা ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখার ব্যবস্থাপক, উপব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এমরানুল হক ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পান।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.