- Advertisement -
আজ দেশের অন্তত ১২ জেলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়, ৬০ মিলিমিটার। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৫ মিলিমিটার ও সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস।