ষ্টাফ রিপোর্টার : ঢাকায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আনসার সদরদপ্তর। বুধবার আনসার সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আনসার সদরদপ্তর জানায়, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগরীতে ৪০ জন মহিলা আনসার ব্যাটালিয়ন সদস্যসহ মোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এছাড়াও, পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাবকে মাঠে নামানো হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবারের মতো বুধবারও দেশের বিভিন্ন স্থানে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।