ষ্টাফ রিপোর্টার : প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান ঢাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। খলিলের মা রোকসানা বেগম জানান, খলিল ঢাকায় একটি ফ্ল্যাট কিনেছে এবং তিনি ২-৩ বার সেই ফ্ল্যাটে গিয়েছেন, তবে ঢাকার কোন এলাকায় ফ্ল্যাটটি অবস্থিত তা তিনি জানাতে পারেননি। এছাড়া অন্য কোথাও খলিলের কোনো সম্পত্তি নেই বলে তিনি দাবি করেছেন।
খলিলের শ্বশুরবাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামে অবস্থিত। তবে সেখানে খলিলের কোনো সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় লোকজন ও খলিলের পরিবারের সদস্যরা জানান, খলিলের বাবা নিজাম উদ্দিন গাজী পিএসসিতে অফিস সহায়ক পদে চাকরি করতেন। পোষ্য কোটায় ২০০৮ সালে খলিল পিএসসিতে অফিস সহায়ক পদে চাকরি পান। পরের বছর পোষ্য কোটায় খলিলের বড় ভাই হাবিবুর রহমানও পিএসসিতে নিরাপত্তা প্রহরী পদে চাকরি পান।