এমন অবস্থায় ফুটবলারদের নিয়ে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে কলকাতায় ফিরে গিয়েছিল ফুটবলারদের বহনকারী বিমানটি। তবে আবহাওয়া স্বাভাবিক হলে প্রায় তিন ঘণ্টা পর দেশের মাটিতে নিরাপদে অবতরণ করেছে গোলাম রব্বানী ছোটনের দল।
পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে রাতে ফুটবলারদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি। সেখান থেকে দলের খেলোয়াড়রা সরাসরি যাবে বাফুফে ভবনে।
২০১৫ সাল থেকে নিয়মিত হচ্ছে ছেলেদের বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট। এখন পর্যন্ত বাংলাদেশ ফাইনাল খেলেছে পাঁচবার, যার মধ্যে শিরোপা জিতেছে একবার।
- Advertisement -