ঢাকায় অবতরণ করল মুর্শেদ-ফয়সালদের বহনকারী বিমান

0
ক্রীড়া ডেস্কঃ সর্বশেষ সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে আশা জাগিয়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেননি বাংলার যুবারা। তাই আপাতত রানার্স আপ ট্রফিতেই সন্তুষ্ট হয়ে মঙ্গলবার (২০ মে) বিকেলে দেশে ফিরছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল। তবে যাত্রাপথে বিপত্তি বাধে বৈরী আবহাওয়া।

এমন অবস্থায় ফুটবলারদের নিয়ে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে কলকাতায় ফিরে গিয়েছিল ফুটবলারদের বহনকারী বিমানটি। তবে আবহাওয়া স্বাভাবিক হলে প্রায় তিন ঘণ্টা পর দেশের মাটিতে নিরাপদে অবতরণ করেছে গোলাম রব্বানী ছোটনের দল।

ফুটবলারদের নিরাপদে অবতরণের বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট (6E1105) অবতরণ করতে পারেনি। পরিস্থিতি অস্বাভাবিক থাকায় ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়।

পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে রাতে ফুটবলারদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি। সেখান থেকে দলের খেলোয়াড়রা সরাসরি যাবে বাফুফে ভবনে।

এর আগে গত রবিবার ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকার শোটে ৪-৩ গোলের ব্যবধানে হেরে হৃদয় ভাঙে বাংলার যুবাদের।

২০১৫ সাল থেকে নিয়মিত হচ্ছে ছেলেদের বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট। এখন পর্যন্ত বাংলাদেশ ফাইনাল খেলেছে পাঁচবার, যার মধ্যে শিরোপা জিতেছে একবার।

২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে এসেছিল সেই শিরোপা।

- Advertisement -

- Advertisement -

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.