ষ্টাফ রিপোর্টার : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করে সব ধরনের গণমাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।
শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান উপদেষ্টার দপ্তরের বার্তায় বলা হয়েছে, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় মাননীয় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।”
এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন সময়ে সরকার গঠন বা ক্ষমতার শীর্ষে আসীন ব্যক্তিদের ছবি ব্যবহার করে উদ্দেশ্যমূলক বিজ্ঞাপন প্রদর্শনের প্রবণতা রোধ করার লক্ষ্যে। অনেকে ব্যক্তিগত উদ্দেশ্যে এসব প্রচারণা ব্যবহার করার চেষ্টা করে থাকেন। সতর্কতা স্বরূপ মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।