আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শুক্রবার এক এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
বার্তায় শাহবাজ শরিফ লিখেছেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশকে একটি সম্প্রীতির ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার সাফল্য কামনা করছি।”
তিনি আরও লেখেন, “আমি সামনের দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে ড. ইউনূসের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।”