LastNews24
Online News Paper In Bangladesh

ডেঙ্গুতে মৃত্যু ৬৫০ ছাড়ালো

0

বিশেষ প্রতিবেদক  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৬৫৭ জনের। এই সময়ের মধ্যে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৭৮২ জন।মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯৫১ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৩১ জন। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ১৩২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৪ হাজার ৪৯ জন, আর বাকি ৫ হাজার ৮৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

Dengueeeee

চলতি বছরে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ৩৫ হাজার ৯১৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬২ হাজার ৪৪০ জন আর ঢাকার বাইরের ৭৩ হাজার ৪৭৬ জন।এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১২৭ জন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

About Author

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More