ডিসেম্বরে দেশজুড়ে নানা কর্মসূচি শিল্পকলা একাডেমির

0
বিনোদন ডেস্কঃ বিজয়ের মাস ডিসেম্বরে দেশজুড়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এসব আয়োজন ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলায়ও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে একাডেমির জনসংযোগ বিভাগ।অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বিভাগীয় পর্যায়ে একযোগে জাতীয় যন্ত্রসংগীত উৎসব, কাওয়ালি মাহফিল, গণঅভ্যুত্থানের গান, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স। এছাড়া বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অঙ্কিত গ্রাফিতিকে উপজীব্য করে ‘জুলাই ২০২৪’ শীর্ষক নকশিককাঁথা তৈরির কর্মশালাও অনুষ্ঠিত হবে।থাকবে নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আলোকচিত্র প্রশিক্ষণ, পাক্ষিক বাহাস সিরিজ, সাধুমেলা এবং নাটকের প্রদর্শনী। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থাকবে সাংস্কৃতিক আয়োজন।এছাড়া ৬৪ জেলায় জাতীয় নাট্য কর্মশালা, ভাওয়াইয়া গানের অনুষ্ঠান, লোকসাংস্কৃতিক অনুষ্ঠান, পাঁচ জেলায় আর্ট লাইব্রেরি পরিবর্ধন, পোস্টারে জুলাই অভ্যুত্থান ও নতুন ওয়েব জার্নালও প্রকাশ করা হবে।এছাড়াও থাকবে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া অংশগ্রহণমূলক অ্যাকশন রিসার্চ ও প্র্যাকটিস অ্যান্ড রিসার্চের আলোকে জেলায় জেলায় শিল্পীদের জন্য গবেষণা বৃত্তি ঘোষণা করা হবে বলেও জানা গেছে।ডিসেম্বর মাসের কর্মসূচি নিয়ে জানাতে বুধবার (০৪ ডিসেম্বর) বিকালে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ মাসব্যাপি আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.