খেলাধুলা ডেস্ক মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে তারা কোনো ম্যাচ হারেনি। আজ শনিবার বিকেএসপিতে তাদের খেলা ছিল ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে। কিন্তু প্রবল বৃষ্টির কারণে একটা বলও মাঠে গড়ায়নি।তাতে অবশ্য সালমা-রুমানাদের শিরোপা জয়ের উৎসবে ভাটা পড়েনি।এবারের আসরে ১১ ম্যাচে ৮টি করে জয়ে মোহামেডান ও রূপালী ব্যাংকের পয়েন্ট সমান ১৯। নেট রান রেটে এগিয়ে থেকে শিরোপা জিতেছে মোহামেডান। আজ বৃষ্টির কারণে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ও খেলাঘর সমাজ কল্যাণ সংঘের ম্যাচও পরিত্যক্ত হয়ে গেছে। মোহামেডান আর রূপালী ব্যাংকের মধ্যকার ম্যাচটিও এর আগে পরিত্যক্ত হয়েছিল