তথ্য প্রযুক্তি ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল ক্র্যাকডাউনের বিচার তদন্ত। অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার সকালে সচিবালয়ে কর্মদিবসের প্রথম দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “ইন্টারনেট বন্ধ করে দেয়া কিংবা স্পিড সীমিত করা মানবাধিকারের লঙ্ঘন। তথ্য জানার অধিকার সবার আছে। তাই মানুষকে সত্য জানা থেকে বাধা দেয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।”
তিনি আরও বলেন, “আজ আমার প্রথম দিনেই আমি চেষ্টা করব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করার।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ আগস্ট) নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হলো দেশের বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ১৪ সদস্যকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এবার নতুন সরকারে বৈষম্যবিরোধী দুই সমন্বয়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো পরিষ্কার করা হয়নি।