আন্তর্জাতিক ডেস্ক/- মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই নিজেকে বিজয়ী ঘোষণা করার পরিকল্পনা করছেন বলে গত রোববার এক জনসভায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ঘোষণা দেয়ার পর কমলা হ্যারিস বিষয়টি নিয়ে মন্তব্য করে ভোটারদের বিপুল পরিমাণ ভোট দিয়ে তার এমন অবৈধ চেষ্টা রুখে দেয়ার আহ্বান জানালেন।
আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নির্বাচন। তার একদিন আগে আজ সোমবার ডোমোক্র্যাটদের মনোনীত ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস দেশটির ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা এমন সংখ্যায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করুন, যেন কোনো আইনি লড়াইও নির্বাচনের ফল বদলে দিতে না পারে।’
যুক্তরাষ্ট্রে এবার রেকর্ড প্রায় দশ কোটি আগাম ভোট পড়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, অনুপস্থিত থাকবেন এমন ভোটার ও ডাকযোগে যারা আগাম ভোট দিয়েছেন তাদের ব্যালট গণনা নিয়ে তিনি আইনি লড়াই করবেন। সুপ্রিম কোর্টে রিপাবলিকান সমর্থিত বিচারপতি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় আইনি লড়াইয়ে সুবিধা পাবেন ট্রাম্প।
কমলা হ্যারিস ট্রাম্পকে উদ্দেশ্যে করে বলেন, ভোট দেয়ার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি ও আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে ক্ষমতাবানরা। এর কারণ হলো তারা আমাদের ক্ষমতা সম্পর্কে জানে। তারা আমাদের ক্ষমতা নিয়ে ভয় পাচ্ছে। তারা জানে আমরা কখন ভোট দেব, সব বদলে যাবে আর আমরা জিতে যাবো।’ বিগত কয়েক দিন ধরেই জরিপগুলোতে দেখা যাচ্ছে যে নভেম্বরের ৩ তারিখের নির্বাচনে রিপাবলিকান ট্রাম্প ও ডেমোক্র্যাট বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও জরিপগুলোতে জো বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকার পরও ব্যাটলগাউন্ড দোদুল্যমান রাজ্যগুলোর ভোট নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই ধারণা।
সোমবার এক জনসভায় ৫৬ বছর বয়সী কমলা হ্যারিস বলেন, ‘সবার আগে আমরা বিপুল ভোট জয়ী হওয়ার পরিকল্পনা করছি। আর তাই আমি ওই বিষয়টি নিয়ে ভাবছি না। কোনো বাধা, প্রতিবন্ধকতা ও হুমকি ছাড়াই প্রত্যেকের ভোট দেয়ার অধিকার রয়েছে বলে আমি মনে করি। সবাই বিপুল ভোটে আমাদের জয়ী করবেন।’