টাঙ্গাইল সেলস ক্লাব এর উদ্যোগে আনন্দ ভ্রমণ।

0

টাঙ্গাইল জেলা প্রতিনিধ ঃ টাঙ্গাইল সেলস ক্লাব এর উদ্যোগে বগুড়া মমো ইন ইকো পার্কে আনন্দ ভ্রমণ ও পিকনিক এর আয়োজন করা হয়েছে। পিকনিকে দুপুরের খাবার শেষে ইনডেক্স নিউট্রাসিটিক্যালস টয়লেট্রিজ কোম্পানির পক্ষ থেকে গ্লোজি বিউটি সোপ ও গিফট সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনডেক্স নিউট্রাসিউটিক্যালস টয়লেট্রিজ কোম্পানির জি.এম জনাব,কায়কোবাদ আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সেলস ক্লাব এর সম্মানিত উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সদস্য বৃন্দ। আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান শামীম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ সদর কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার উজ্জল প্রমুখ।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.