এরপরের শট নিতে আসা আশিকুর রহমান লক্ষ্যভেদ করলে শিরোপা মঞ্চে পা দেয় বাংলাদেশ। এর আগে চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু থেকেই পাকিস্তানকে চাপে রাখেন নাজমুল ফয়সালরা। সুযোগ তৈরি করেও তা গোলে পরিণত করতে পারছিলেন না। স্রোতের বিপরীতে গিয়ে ৩২ মিনিটে এগিয়ে যায় পাকিস্তান।
কর্নারে উড়ে আসা বলে হেডে জালে পাঠান শাহাব আহমেদ। ৬০ মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় পাকিস্তান। পেনাল্টিতে গোল করেন আব্দুল রহমান।
দুই গোল হজমের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ পাকিস্তানের রক্ষণে চাপ দিতে থাকে। ৭৪ মিনিটে বদলি নামা মিঠু চৌধুরীর গোলে আশা বাঁচিয়ে রাখে।
আর যোগ করা চতুর্থ মিনিটে বাংলাদেশ পায় সমতা ফেরানো সেই গোল। রিফাত কাজীর ক্রসে মানিকের নিখুঁত প্লেসিং শট খুঁজে নেয় ঠিকানা। আগামী সোমবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।