গত ২০ অক্টোবর দেশটির ৩৫০সি ক্যানবেরা রোডের একটি বাড়ির তিনতলা ভবনের সানশেডের ওপর চলে আসে তিন বছর বয়সী একটি শিশু। শিশুটি এমন জায়গায় ছিল যে পা ফসকে গেলেই তিনতলা থেকে নিচে পড়ে যেত।
তিনি বলেন, ‘আমি ছেলেটির জন্য এতটাই ভীত ছিলাম যে নিজের জন্য ভয় পাইনি। আসলে আমি অনেক মানুষ দেখে বেশি নার্ভাস ছিলাম। আর ছেলেটিও এতটাই ভীত ছিল যে তার হাত ঠাণ্ডা হয়ে গিয়েছিল এবং সে শক্ত করে আমার কাঁধে ধরে ছিল।’
ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচানোয় এ দুজনকে এসসিডিএফ কমিউনিটি লাইফসেভার পুরস্কার দেওয়া হয়েছে। এ ছাড়া এমন মানবিক কাজের জন্য প্রশংসায় ভাসছেন তারা দুজন। এ দুজনকে নিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে একাধিক খবর প্রকাশ করা হয়েছে।
জহির বলেন, ‘পুরস্কারটা শুধু একটা বোনাস। আসল পুরস্কার হলো ছেলেটিকে বাঁচাতে পেরেছি।’
এসসিডিএফ কমান্ডার লিম বেং হুই বলেন, ‘থা ইয়ু ও জহিরের সাহসিকতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি আশা করি, তাদের এই জনহিতৈষী কাজটি আরো অনেক মানুষকে দুঃসময়ে সাহায্য করতে উদ্বুদ্ধ করবে।’
সূত্র : এশিয়া ওয়ান