ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তিনিই একক প্রার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি একমাত্র প্রার্থী তাঁর মনোনয়নপত্র বৈধ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। সদস্য ৬টি পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ছয়টি পদে আওয়ামী লীগের মনোনিত ছয় প্রার্থী মো. শামসুল ইকরাম পিরু, নলছিটি উপজেলায় সোহরাব হোসেন মাস্টার, রাজাপুরে অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, কাঁঠালিয়ায় এসএম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজ, সংরক্ষিত নারী সদস্য হিসেবে হোসনে আরা মান্নান (ঝালকাঠি-নলছিটি) ও নারী সদস্য হিসেবে জাহানারা হক (রাজাপুর-কাঁঠালিয়া) মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ছাড়াও ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন, মোঃ তরিকুল ইসলাম (রাজাপুর), মোঃ নজরুল ইসলাম (রাজাপুর), মোঃ সিদ্দিকুর রহমান (রাজাপুর), এস. এম আমিরুল ইসলাম (কাঠালিয়া) , মনিরুজ্জামান গোলদার(কাঠালিয়া), এডভোকেট সৈয়দ মোঃ শামীম জাহাঙ্গীর (কাঠালিয়া) , নাছরিন সুলতানা মুন্নী (রাজাপুর), মোসাঃ সনিয়া (রাজাপুর) ও জোসনা খানম (কাঠালিয়া)। এর মধ্যে ঝালকাঠি সদরে মো. শামসুল ইকরাম পিরু ও হোসনে আরা মান্নান এবং নলছিটি উপজেলায় সোহরাব হোসেন মাস্টারের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।ফলে আগামী ১৭ অক্টোবর নির্বাচন হবে শুধু সদস্য পদে । মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, আপিল ১৯-২১ সেপ্টেম্বর, নিস্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর, এ নির্বাচনে ৪৫৪ জন ভোটার রয়েছেন, যারা চার উপজেলার জনপ্রতিনিধি ( ৩২ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বর ৪১৬ জন, দুই পৌরসভার মেয়র কাউন্সিলর ২৬ জন, চার উপজেলার চেয়ারম্যান ভাইসচেয়ারম্যান ১২ জন