শনিবার (৯ নভেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন তিনি।এ সময় তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে নানান স্মৃতিচারণ করেন। তিনি প্রতিষ্ঠানের একটি প্রাচীন বৃক্ষকে স্মারকবৃক্ষ হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
অনুষ্ঠানে অলিম্পিয়াডের থিম সং-এর ভিডিও চিত্র ও গীতিনাট্য প্রদর্শিত হয়।
এছাড়া চট্টগ্রামের সংঘনায়ক শুদ্ধানন্দ রাজগুরু অভয়ানন্দ মহাবিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথির ভাষণ দেন পরিবেশ উপদেষ্টা। তিনি সকল সম্প্রদায়ের মানুষকে শান্তির পথে থাকার আহ্বান জানান।