ষ্টাফ রিপোর্টার/- এক মাসের ব্যবধানে চট্টগ্রামের জিপিএইচ ইস্পাত কারখানায় আবারও ফার্নেস বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (১৯ অক্টোবর) ভোরে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় এ দুর্ঘটনায় ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন।
আহতরা হলেন- মফিজুর রহমান (২৮), আবু সাইদ (৩৭) ও শিমুল দাশ (২৯)।
তাদের মধ্যে মফিজুর রহমানের ১৩ শতাংশ, আবু সাইদের ২৪ শতাংশ ও শিমুল দাশের ৩১ শতাংশ শরীর ঝলসে গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ভোরে জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্নেস বিস্ফোরণের ঘটনা ঘটে।
তিনি জানান, এতে তিন শ্রমিক গলানো উত্তপ্ত লোহার লাভায় মারাত্মকভাবে দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বিকেলে জিপিএইচ ইস্পাত কারখানায় এমনই আরেক দুর্ঘটনায় এক ভারতীয় শ্রমিকসহ ৭ জন দগ্ধ হন।