LastNews24.com
At last news on first everyday everytime

জামিনাদেশ কারাগারে পৌঁছালেও মুক্তি মেলেনি খাদিজার

0

বিশেষ প্রতিনিধি ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় কারাবন্দি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরা বৃহস্পতিবার জামিন পান। জামিনের আদেশ রোববার সন্ধ্যার দিকে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। কিন্তু রাত ১২টা পর্যন্ত কারাগার থেকে মুক্তি পাননি খাদিজা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাঁকে ছাড়াই ফিরে গেছেন স্বজন।

বৃহস্পতিবার খাদিজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। তাঁর মুক্তির জন্য রোববার পরিবারের সদস্যরা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করেন। রাত ১২টা পর্যন্ত মুক্তি না পাওয়ায় খাদিজাকে ছাড়াই স্বজনরা ফিরে যান।খাদিজার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া গণমাধ্যমকে বলেন, জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে খাদিজাকে মুক্তি দেওয়া উচিত ছিল। তাঁকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।

কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা রাত সাড়ে ৮টায় আদেশ পেয়েছি। সব কয়েদিকে সেলে নিয়ে যাওয়ায় এই আদেশ প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। সোমবার তাঁকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হবে।জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজার বিরুদ্ধে ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। অভিযোগপত্র দেওয়ার পর ২০২২ সালের ২৭ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ১১ মাস ধরে তিনি কারাগারে। ইতোমধ্যে দুই সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি খাদিজা। গত ১৬ ফেব্রুয়ারি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মামলায় হাইকোর্ট তাঁর স্থায়ী জামিন মঞ্জুর করেন।

Leave A Reply

Your email address will not be published.