বিশেষ প্রতিবেদকঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, রংপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক, জাতীয় যুব সংহতির রংপুর জেলা সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলার উলিপুরের ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলাম (৫২) হার্টের সমস্যায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, জাপা নেতা মোঃ আমিনুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।শোকবার্তায় জনাব জি এম কাদের বলেন, আমিনুল একজন দক্ষ ও কর্মীবান্ধব সংগঠক এবং জাতীয় পার্টির প্রতি নিবেদিত প্রান নেতা ছিলেন। তার এই অকাল মৃত্যু জাতীয় পার্টির জন্য এক অপূরণীয় ক্ষতি যা সহসাই পূরণ হবার নয়। জাতীয় পার্টির প্রতি তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। জনাব জি এম কাদের, আমিনুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করেন।অনুরূপ এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, জাপা নেতা মোঃ আমিনুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।মোঃ আমিনুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী ১ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।আজ রাত ৯ টায় রংপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ও আগামীকাল সকালে কুড়িগ্রামের উলিপুরের নিজ গ্রামে নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
- Advertisement -