বিশেষ প্রতিনিধি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। আজ রবিবার সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।বিষয়টি বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।তিনি জানান, সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত এই বৈঠক হয়।