লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ গণআকাঙ্খিত পূর্ণগণতান্ত্রিক প্রতিষ্ঠায় শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম.এ আরিফ। তিনি বলেন, বৈষম্যহীন দেশ বিনির্মানে এবং কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। এ সরকার গঠনের মধ্য দিয়ে এ জাতি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা পাবে। নির্বাচিত সরকার ছাড়া এলোমেলো সরকার দিয়ে কখনো একটা রাষ্ট্র পরিপূর্ণভাবে এগোতে পারেনা।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় জাতীয় সরকার গঠনের দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এম এ আরিফ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, পূর্ণ গনতান্ত্রিক উপায়ে সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। যাতে মানুষ নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে। পূর্বে মৃত ব্যক্তিও ভোট দিতে দেখেছি, সুতরাং ভবিষ্যতে যেনো এমনটি না হয় সে ব্যবস্থা সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, ভোটাধিকার, দারিদ্রমুক্ত, বেকারত্ব দূর, কর্মসংস্থানের ব্যবস্থা, নিরাপত্তা, নারীদের ক্ষমতা আইন, উন্নত শিক্ষা ব্যবস্থা, আইনের সুশাসন, দূর্নিতি, দুঃশাসন মুক্ত একটি গণতন্ত্রিক শাসন ব্যবস্থা ও সার্বভৌমত্ব রক্ষায় পি.এন.পিকে শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করার যে উদ্যোগ গ্রহণ করেছেন তা বিজয় এর দারপ্রান্তে এসে পৌঁছেছে। আপনাদের আগ্রহ স্বতঃস্ফূর্ততা আমাকে আনন্দিত ও গর্বিত করেছে আপনাদের মাধ্যমেই পি.এন.পি জনগণের নেতৃত্ব দিতে সফল হবে আমার দৃঢ় বিশ্বস।
পিএনপির জেলা সমন্বয়ক আহসান উল্যাহ তুহিনের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন সমন্বয় সচিব হারুনুর রশিদ।
পরে সর্বসম্মতিক্রমে মোঃ আহসান উল্যা তুহিনকে আহ্বায়ক ও হারুনুর রশিদ (রানা) কে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই মাসের মধ্যে জেলা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিটন চন্দ্র মজুমদার, মোঃ হেলাল উদ্দিন, এডভোকেট জিহাদ হোসেন, মোঃ ইউসুফ, লিপি অধিকারী চন্দ্রিমা, শিখা রানী নাথ, নাছির উদ্দিন পিন্টু, মাহমুদুল হাসান, ইসমাইল হোসেন, মোঃ আজিজ হোসেন, রাকিব হোসেন মিষ্টি, লোকমান হোসেন, আবদুল আজিজ পলাশ, নুরুল আমিন, মোঃ আলমগীর হোসেন, মোঃ শাহ জাহান সহ প্রমুখ।