জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর প্রতি তৃণমূল নেতৃবন্দের অকুন্ঠ সমর্থন ব্যক্ত

রাজনীতি ডেস্কঃ সারাদেশ থেকে আসা জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারন সম্পাদক, আহবায়ক ও সদস্য সচিবগণ জরুরি সভায় মিলিত হয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন। সারাদেশে থেকে আসা নেতৃবৃন্দ জরুরি সভায় বলেছেন, জাতীয় পার্টির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যারা জাতীয় পার্টি নিয়ে এতদিন বেচাকেনার রাজনীতি করেছে তাদের সঙ্গে নিয়ে আর রাজনীতি করবো না।

আজ বেলা ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক এবং সদস্য সচিবদের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান এর জরুরি সভায় নেতৃবৃন্দ একথা বলেন।

 

1e847ba4 adb7 4c71 b85c c406f4e54964

 

উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো- চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ইমরান হোসেন মিয়া, লিয়াকত হোসেন খোকা, শেরীফা কাদের, মোঃ শরিফুল ইসলাম জিন্নাহ, মনিরুল ইসলাম মিলন, আশরাফুজ্জামান আশু, এসএম ইয়াসির, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। সভা পরিচালনা করেন, জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম।

জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,জাকির হোসেন খান, নুরুন্নাহার বেগম, আব্দুল্লাহ সিদ্দিকী, রেজাউল করিম রেজা, রেজাউর রাজী স্বপন চৌধুরী, আহমেদ শফি রুবেল, সারোয়ার হোসেন শাহীন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম স্বপন, আব্দুল কাদের খান কদর, মোস্তফা জামান লিটন, কেফায়েতউল্ল্যোহ নজির, অধ্যাপক মাহসিনুল ইসলাম হাবুল, আনোয়ার হোসের আনু, বশির আহমেদ, মাহমুদুল হক মনি, জাকির হোসেন খান, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, মোঃ মোজাম্মেল হক, সামছুল হক, নাসির আহমেদ খান, এ্যাড. মোঃ হাসান সাঈদ, এএফএম আরিফুজ্জামান দিদার, নেওয়াজ আলী ভূঁইয়া, এ্যাড. নাজমুল হুদা হিমেল, আহমেদ রিয়াজ, জালাল খান, এয়ার আহমেদ সেলিম, জিয়াউল হুদা আপলু, নুরুচ্ছফা সরকার, আবু তাহের, এ্যাড. মোঃ তারেজ, মিথিলা রওয়াজা, শওকত জামান মিশুক, নাফিজ আহমেদ খান টিটু, শাহরিয়ার জামিল জুয়েল, এ্যাড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, এ্যাড. রবিউল ইসলাম, মোঃ এমদাদুল হক বাচ্চু, হাজরা শহীদুল ইসলাম বাবলু, শফিকুল ইসলাম মধু, আব্দুল্লাহ আল মামুন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.