বিশেষ প্রতিবেদকঃ ছাত্র-জনতার গন অভ্যুত্থানের জনতা- নাগরিকদের নিয়ে প্ল্যাটফর্ম – জাতীয় নাগরিক কমিটি ৷ এই জাতীয় নাগরিক কমিটির ১০১ সদস্য বিশিষ্ট পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি কমিটি ঘোষনা করা হয়েছে। ৪ ডিসেম্বরজাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহবায়ক নাসীরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং সদস্য ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত ভাবে পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি কমিটি ঘোষনা করা হয়।এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর সদরের প্রতিনিধি মুহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি কে জানতে চাইলে তিনি বলেন, ” অরাজনৈতিক সংগঠন হলেও এর উদ্যোগ এবং কর্মকান্ড রাজনৈতিক । ফ্যাসিবাদি শাসনামলের ১৫ বছরে রাজনৈতিক দলগুলো সহ নেতা কর্মী,সমাজ,জনতাকে জিম্মি করে রেখেছিল কিছু নির্দিষ্ট ব্যক্তি। দল, সমাজ, সংগঠন সবকিছু ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছিল। এ যেন ছিল জমিদারি প্রথারই পুনরাবৃত্তি। নেতার বাসার কাজের লোক হয় কোটিপতি। তাকে সালাম না দিলে জনসাধারনের হত বেজায় ক্ষতি।এই ফ্যাসিবাদী প্রক্রিয়ায় যেন নতুন বাংলাদেশকে আর ফিরে যেতে না হয় তার জন্যই আহত ও নিহত শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ জাতীয় নাগরিক কমিটি ৷ পতিত স্বৈরাচার পলাতক হাসিনার দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে স্থানীয় সকল রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে কাজ করে পিরোজপুরকে শিক্ষা-সংস্কৃতি ও উৎসব আনন্দের শহরে পরিনত করার লক্ষ্যেই কাজ করবে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর সদরের কমিটি ”জাতীয় নাগরিক কমিটির এই মহান উদ্দ্যেশ্যের প্রতি শুভ কামনা জানিয়ে পিরোজপুর সদর উপজেলার জাতীয় নাগরিক কমিটির সকলকে জানাই প্রানঢালা অভিনন্দন জানিয়ে মুহাম্মদ আবু রাজীন বলেন, “রাজনীতি মূলত জ্ঞান-প্রজ্ঞা-সেবা-মহানুভবতা ও দর্শনের চর্চা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতি ফাঁকা হুংকার-শো ডাউন-চাটুকারিতা-মিথ্যা প্রতিশ্রুতি আর ব্যক্তিগত অর্জনের দুষ্টচক্রে আটকে আছে।রাজনীতির খোল-নলচা বদলে দিতে হবে”