LastNews24.com
At last news on first everyday everytime

জাতিসংঘের জিরো ওয়েস্ট অ্যাডভাইজরি বোর্ডের সভায় ড. ইউনূস

0

বিশেষ প্রতিনিধি জাতিসংঘের ‌‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট’- এর প্রথম সভায় অংশ নিয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গত ১ নভেম্বর তুরস্কের রাজধানী ইস্তান্বুলে এ সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘের ‌মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য ড. ইউনূস।

অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারপারসন তুরস্কের ফাস্ট লেলি এমিনে এরদোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও আরো যোগ দেন ইউএন—হাবিট্যাট (জাতিসংঘ হিউম্যান সেটলমেন্ট প্রোগ্রাম)—এর নির্বাহী পরিচালক মাইমুনা মোহাম্মদ শরীফ, জাতিসংঘ মহাসচিবের পলিসি এক্সিকিউটিভ অফিসের দায়িত্বপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল গাই রাইডারসহ বিশ্বখ্যাত ব্যক্তিবৃন্দ। সভায় বোর্ড সদস্যরা বোর্ডের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং চূড়ান্ত কর্মপরিকল্পনা অনুমোদন করেন।উল্লেখ্য, অ্যাডভাইজরি বোর্ডের প্রাথমিক লক্ষ্যগুলো হলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন শূন্য—অপচয় উদ্যোগগুলোর পক্ষে প্রচারণা চালানো ও সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। এ ক্ষেত্রে সর্বোত্তম উদ্যোগ এবং সফল কাহিনি ও অভিজ্ঞাগুলো তুলে ধরা। এ সংক্রান্ত বিভিন্ন কারিগরি সমীক্ষার পক্ষে প্রচারণা চালানো। মানুষের মধ্যে এ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও প্রাসঙ্গিক তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া ইত্যাদি।

Leave A Reply

Your email address will not be published.