জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটির উদ্যোগে নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্হায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিতআজ ১৯ অক্টোবর-২০২৪ শনিবার জলাবদ্ধতা সমস্যার স্হায়ী সমাধানের দাবিতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পুনরায় একই স্হান পৌঁছে পথসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের মনিরামপুর থানা কমিটির সভাপতি কৃষকনেতা পরিতোষ দেবনাথ। বক্তব্য রাখেন মনিরামপুর থানার সাধারণ সম্পাদক কৃষকনেতা আশীষ গাইন, অভয়নগর থানার সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক। পরিচানলা করেন এনডিএফ অভয়নগর থানার সহ-সম্পাদক এম আর টিটু।সভায় বক্তব্য বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের জলাবদ্ধতা সমস্যার স্হায়ী সমাধান করতে হলে অবাধ জোয়ার-ভাটা সৃষ্টি করতে হবে এবং প্রকৃতিকে তাঁর নিজস্ব পরিবেশ ফিরিয়ে দিতে হবে। এজন্য সকল অপরিকল্পিত বাঁধ (ওয়াপদা, ভবদহ, ফারাক্কা) উচ্ছেদ করতে হবে এবং খাল-বিলের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পরিকল্পিত নদ-নদী খনন করতে হবে, খননকৃত পলি বিলের নিম্নাঞ্চলে ফেলতে হবে।