সোমবার (১১ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে বৈশ্বিক জলবায়ু সম্মেলন (কপ২৯) স্থলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।‘স্বল্পোন্নত ও অতি বিপদাপন্ন দেশগুলোর জনগণের প্রত্যাশা এবং কপ২৯’ শীর্ষক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের প্রত্যাশাবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইক্যুইটিবিডির আমিনুল হক। সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ থেকে মৃত্যুঞ্জয় দাস, নেপাল থেকে অভিষেক শ্রেষ্ঠা, ভারত থেকে সৌম্য দত্ত, শ্রীলঙ্কা থেকে থিলাক কারিয়ভাসান এবং ফিলিপিন্সের মারিয় টেটেট লোরন।