লাইপজিজের মাঠ রেড বুল এরেনায় বুধবার রাতে ১-০ গোলে জিতেছে আর্নে স্লটের দল। অলরেডদের হয়ে একমাত্র গোলটি করেন ডারউইন নুনেজ।
চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ড্রয়ে আসর শুরু করা সিটি চেক রিপাবলিকের ক্লাব স্পার্তা প্রাগকে ৫-০ গোলে হারিয়েছে। জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। একটি করে গোল করেন ফিল ফোডেন, জন স্টোনস ও ম্যাথিউজ নুনেস।