ছাদ ফুটো করে আসামি পলায়ন: বগুড়ার জেল সুপারকে বদলি

0

ষ্টাফ রিপোর্টার: বগুড়ার জেল সুপার ফরিদুর রহমান রুবেলকে বদলি করা হয়েছে। কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির পালানোর ঘটনার পর তাকে বদলি করা হলো। সোমবার প্রশাসনিক কারণে তার বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কারা অধিদপ্তর।

 

- Advertisement -

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফরিদুর রহমানের বদলির আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বগুড়ার জেলার মোহাম্মদ ফরিদুর রহমান রুবেলকে প্রশাসনিক কারণে খুলনা জেলা কারাগারের অনুকূলে রাজশাহী বিভাগে উপ তত্ত্বাবধায়ক হিসেবে সংযুক্ত করা হলো।

 

এ ঘটনার পর কারাগারটির ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান এবং প্রধান কারারক্ষী ফরিদ উদ্দিনকে বরখাস্ত করা হয়।

 

ফরিদুর রহমান গত বছরের জানুয়ারিতে বগুড়ার জেল সুপার হিসেবে দায়িত্ব নেন।

জুলাই ২, ২০২৪, ১২:০৭ এএম

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.