ছাত্র -শিক্ষক, কৃষক ভাই ইদুর দমনে সহযোগিতা চাই, উপজেলা কৃষি সম্প্রসারণ

0
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।ছাত্র -শিক্ষক, কৃষক ভাই ইদুর দমনে সহযোগিতা চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুর ১২ টায় উপজেলা ছাত্র -শিক্ষক, কৃষক ভাই ইদুর দমনে সহযোগিতা আয়োজনে উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে জাতীয় ইঁদুর নিধন ২০২৪ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন , কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার। এসময় বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার, মাইনুল হুদা রোমান, ফাহিম হোসেন প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পেতে হলে বাড়ি ঘর ও ক্ষেত খামারের আশেপাশের ঝোপঝাপ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। গুদামের শস্য টিন বা প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করতে হবে। ধান ও গম মাটিতে না রেখে মাচার উপর রাখতে হবে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.