ফরিদপুর প্রতিনিধি/-বুধবার দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় এক বখাটেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুম রেজা। পরে তাকে কারাগারে পাঠানো হয়।দণ্ডপ্রাপ্ত আরিফ ফরিদপুরের সালথা উপজেলার জয়কাইল গ্রামের আবুল হাসেম দর্জির ছেলে।
(বুধবার) সে রাস্তায় ওই ছাত্রীকে হাত ধরে টানাহেঁচড়া করলে স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ ঘটনায় বখাটে আরিফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।ইউএনও মাসুম রেজা বলেন, স্কুলে যাতায়াতের পথে এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো আরিফ।