পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিগত আ’লীগ সরকারের হাতে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের গুম এবং আইন-শৃংখলাবাহিনী দ্বারা নির্যাতিত ও খুনের বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার সরকারি ইন্দুরকানী (জিয়ানগর) ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে অত্র কলেজের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
Related Posts
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব অলমগীর কবির মান্নু, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল আমিন হোসেন, সদস্য সচিব ইঞ্জনিয়ার মোঃ সাদিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ বরকতউল্লাহ খান প্রমুখ।