খেলাধুলা ডেস্কঃ দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে রহস্যময় এক অধ্যায় হয়ে গেছেসাকিব আল হাসান ও তামিম ইকবালের জাতীয় দলে ফেরার বিষয়টি। বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত নেই স্পষ্ট কোনো বার্তা। তবে দুইজনের কেউই অবসর না নেওয়ায় সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অংশগ্রহণের সম্ভাবনা ভালোমতোই আছে বলে মনে করেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
- Advertisement -
হাইব্রিড মডেলে আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। দুই মাসেরও কম সময় বাকি থাকলেও এখন পর্যন্ত জানা নেই বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার বৈশ্বিক আসরে খেলবেন কিনা।
গত সেপ্টেম্বরে ভারত সফরে টেস্ট সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে সাকিব। আর প্রায় ১৫ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তামিম। গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন তিনি। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে জাতীয় দলে আবার কবে দেখা যাবে- সম্প্রতি সেই প্রশ্নের জবাবে পরিষ্কার করে কিছু বলতে পারেননি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২১ ডিসেম্বর) বোর্ড সভার পর সংবাদমাধ্যমে ফারুক আহমেদও এই প্রসঙ্গে নিশ্চিত কিছু বলতে পারেননি। বিপিএলে সাকিবের খেলার বিষয়টাও অনিশ্চিত।
তিনি জানান, সাকিবের ইস্যুটা পুরোপুরি ভিন্ন বিষয়। এটা নতুন কিছু নয়। সবশেষ আমরা ওয়েস্ট ইন্ডিজে যে খেলেছি, ও মানসিক অবস্থায় ছিল না তাই যেতে পারেনি। এখন আসলে সাকিব বলবে যে, সে বিপিএল খেলবে কি না। আমি আসলে ওর অবস্থা বলতে পারব না। আমার কাছে কোনো তথ্য নেই সাকিবের ব্যাপারে।
এরপর তামিমের বিষয়ে ফারুক আহমেদ বলেন, তার (তামিম) বিষয়টা প্রধান নির্বাচক যা বলেছেন, এখনও কোনো আলাদা পলিসি নেই। যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে আর নির্বাচকরা যদি মনে করেন ওই ক্রিকেটারকে দরকার, তখন নির্বাচকরা ওই ক্রিকেটারের সঙ্গে আলোচনা করবে।
বোর্ড সভাপতির কাছে তাই নির্দিষ্ট করে জানতে চাওয়া হয়- সামনের চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠনের ক্ষেত্রে সাকিব-তামিমের নামও বিবেচনায় থাকবে কিনা? উত্তরে কেবল সম্ভাবনার কথাই বলেন ফারুক আহমেদ। তিনি জানান, আমি আগেই যে কথাটা বলে দিলাম, যদি কোনো ক্রিকেটার অবসর নিয়ে না থাকে, অবশ্যই সে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে) নির্বাচনের জন্য অ্যাভেইলেবল থাকবে।
আপাতত দেশের বাইরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন সাকিব। দুবাইয়ে আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। পরে লঙ্কা টি-টেন লিগে তিনি খেলেছেন গল মার্ভেলসের জার্সিতে।
গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে তামিম ঘোষণা দিয়েছিলেন অবসরের। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসনার সঙ্গে আলাপের পর অবসরের সিদ্ধান্ত থেকে পরদিন সরে আসেন তামিম। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেন তামিম। জাতীয় দলে তারপর তাকে আর দেখা যায়নি।
বিপিএলের আরেকটি আসরের আগে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরেছেন তামিম। চট্টগ্রামের হয়ে চার ম্যাচে দুই ফিফটিসহ দেড়শর বেশি স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৯০ রান। এরপর বিপিএলে খেলবেন ফরচুন বরিশালের হয়ে।