চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ ঠিক হবে কবে?

0
খেলাধুলা ডেস্কঃ চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণের জন্য বৈঠক ডেকেছিল আইসিসি। শুক্রবারের (২৯ নভেম্বর) সেই বৈঠক ১৫ মিনিটের মধ্যেই স্থগিত করে দেওয়া হয়। আজ শনিবার আবার বৈঠক হওয়ার কথা।বৈঠক না হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আইসিসি জানিয়েছে, ‘হাইব্রিড মডেল’ বেছে নেওয়া ছাড়া আর উপায় নেই তাদের কাছে। কারণ ভারতকে পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে জোর করতে রাজি নয় তারা। কেননা পাকিস্তানে যাওয়ার ব্যাপারে অপারগতার কথা জানিয়ে আসছে ভারত।শুক্রবারের বৈঠকে সব পক্ষই হাজির ছিল। তবে প্রতিটি দেশকে সিদ্ধান্ত নিতে সময় দেওয়ার জন্য বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবারের ভার্চুয়াল বৈঠকে হাজির থাকতে পারেন পাকিস্তান বোর্ড প্রধান মহসিন নকভি।পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমস্যা সমাধানের জন্য সকল সদস্য দেশকে উপায় খোঁজার অনুরোধ করেছে আইসিসি।গতকালের বৈঠকে ভারত এবং পাকিস্তান ছাড়াও বাকি ১০টি পূর্ণ সদস্য দেশ ছিল। দু’দেশের কাছেই আইসিসি অনুরোধ করেছে এমন সমাধান খুঁজে বার করতে যা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে প্রতিযোগিতার ভবিষ্যৎ ঠিক হয়ে যাওয়ার কথা।১৫ ম্যাচের এই টুর্নামেন্টের জন্য একটি হাইব্রিড মডেল প্রস্তাব করা হয়েছিল, যেখানে ভারতের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের কথা বলা হয়। কিন্তু পিসিবি জানিয়েছে, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তাই আইসিসির কাছে দু’টি বিকল্প আছে। হয় ভারতকে পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হবে, নয়তো পাকিস্তানের বদলে আয়োজক হবে অন্য কেউ। তবে আয়োজকসত্ব থাকবে পাকিস্তানের কাছেই।এখন আইসিসি কোন সিদ্ধান্তে আসবে সেটা নিয়ে অপেক্ষা কেবল বাড়ছেই। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে আট দলের চ্যাম্পিয়নস ট্রফি।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.