চোটের কারণে ওয়ানডে সিরিজে নেই তাওহিদ হৃদয়

0
ক্রীড়া ডেস্কঃ হাঁটার সময় পা ফেলতে গেলে ব্যথা অনুভব করছেন তাওহিদ হৃদয়। বগুড়ায় ব্যক্তিগত অনুশীলনে কুঁচকির চোটে পড়েন এই ব্যাটার। এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে যে তার থাকা হচ্ছে না, সেটি মোটামুটি নিশ্চিত। এমনকি টি-টোয়েন্টি সিরিজেও তাওহিদকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

- Advertisement -

গতকাল এই মিডল অর্ডার ব্যাটারের চোটের অবস্থা জানতে একটি এমআরআই করিয়েছে মেডিক্যাল বিভাগ। টেস্টের রিপোর্ট আজ হাতে পাবে বিসিবি। তবে তাওহিদের বর্তমান অবস্থা ভালো ইঙ্গিত দিচ্ছে না বলে জানিয়েছে দলসংশ্লিষ্ট একটি সূত্র।

এদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম চোটের কারণে ওয়ানডে সিরিজটি খেলতে পারবেন না।

তবে কুঁচকির চোটে ভোগা অধিনায়ক নাজমুল হোসেনকে তৃতীয় ওয়ানডেতে রাখার পরিকল্পনা করছেন নির্বাচকরা।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.