চেন্নাই টেস্ট: বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া

0
খেলাধুলা ডেস্কঃ চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে নতুন বলে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ১০ ওভারে ৩৪ রান তুলতেই রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে হারিয়ে ফেলেছে ভারত। সবগুলো উইকেটই শিকার করেছেন হাসান মাহমুদ।এদিকে, স্থানীয় আবহাওয়ার পূর্ভাবাস, ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে থাবা বসাতে পারে বেরসিক বৃষ্টি! জানা গেছে, আজ (বৃহস্পতিবার) দিনভর বৃষ্টির শঙ্কা রয়েছে চেন্নাইয়ে। তার জেরে প্রথম দিনের খেলা কিছুটা ব্যাহত হতে পারে। আকুওয়েদারের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার সকালে বৃষ্টির শঙ্কা ২০ শতাংশ। বেলা বাড়লে সেটা বেড়ে দাঁড়াতে পারে ২৫-৩০ শতাংশ। যদিও গোটা দিনের খেলা ভেস্তে যাওয়ার আশঙ্কা নেই, তবে মাঝে মাঝেই খেলায় ব্যঘাত ঘটাতে পারে বৃষ্টি।অবশ্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বিঘ্নেই খেলা মাঠে গড়াচ্ছে। তবে চেন্নাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে ভ্যাপসা গরম।এদিকে, টস হেরে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে স্বাগতিক ভারত। শুরু থেকেই হাসান ও তাসকিনকে খেলতে অস্বস্তিতে ভুগেছেন ভারতের দুই ওপেনার।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.