চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগরে ফেনসিডিল পাচারকারীদের মোটরসাইকেলের ধাক্কায় পানুরা খাতুন (৪০) নামে এক নারী পথচারী আহত হয়েছেন। একই দুর্ঘটনায় মাদক পাচারকারী মোটরসাইকেল চালক ও আরোহী আহত হয়। জব্দ করা হয় ৮১ বোতল ফেনসিডিল।সোমবার রাত সাড়ে ৯ টার দিকে জীবননগর উপজেলার পেয়ারাতলা-ফুলতলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের বরাত দিয়ে জীবননগর থানা পুলিশ জানায়, সোমবার রাতে জীবননগর উপজেলার পেয়ারাতলা-ফুলতলার মোড়ে মোটরসাইকেল দুর্ঘনটায় এক নারীসহ মোটরসাইকেল চালক ও আরোহী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করতে গিয়ে দুই যুবকের শরীরে বিশেষ কায়দার বোতল বাঁধা দেখে পুলিশকে জানায়। জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের শরীর থেকে বিশেষ কায়দায় লোকানো ৮১ বোতল ফেনসিডিল জব্দ করে। সেইসাথে ২ যুবককে আটক দেখিয়ে ৩ জনকেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাত সাড়ে ১২ টার দিকে অবস্থার অবনতি হলে ওই নারীকে কুষ্টিয়া মেডিক্যার কলেজ হাসপাতালে ও অপর দু’জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।আটককৃতরা হলো- জেলার দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের মাঝেরপাড়ার আব্দুল মোমিনের ছেলে শিপ্লব হোসেন (২০) ও সদর উপজেলার দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল আমিন (২২)।জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।