চুরি হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার করছে পিরোজপুর পুলিশ

0
বিশেষ প্রতিনিধি: পিরোজপুর জেলা পুলিশ ৪০ টি মোবাইল ও অনলাইন ট্রানজেকশনের ৯০ হাজার টাকা এবং হ্যাকড হওয়া ৩ টি ফেইজবুক একাউন্ট উদ্ধার করছে। বৃহস্পতিবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে  ৪০ টি মোবাইল ফোন, অনলাইন ট্রানজেকশনের ৯০ হাজার টাকা ও হ্যাকড হওয়া ৩ টি ফেইজবুক প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। পিরোজপুরের  পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের উদ্ধার হওয়া মোবাইল ফোন, টাকা,ফেইজবুক আইডি বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন  সহ জেলা পুলিশের কর্মকর্তারা।
পুলিশ সূত্র জানায়,আনজিরা বেগমের বিদেশে থাকা স্বামীর ইমো হ্যাকড করে তার (স্বামীর) ইমো দিয়ে স্ত্রী আনজিরা বেগমের ইমোতে কল দিয়ে বিপদে পরার কথা বলে বিকাশে টাকা চাইলে স্ত্রী সরল বিশ্বাসে অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে স্বামীর সাথে কথা হলে জানতে পারেন তিনি ইমোর মাধ্যমে অনলাইন প্রতারনার শিকার হন। আনজিরা বেগম পরে পিরোজপুর সদর থানায় জিডি করলে পুলিশ কুষ্টিয়া থেকে তার ট্রানজেকশনের টাকা গুলো উদ্ধার করে।ভুক্তভোগীরা তাদের মোবাইল, অনলাইন ট্রানজেকশনের টাকা ও ফেইজবুক একাউন্ট ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর নির্দেশে পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখার  এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে। জেলা পুলিশ ইতোপূর্বেও এরকম উদ্ধারজনিত কাজ করে সবসময় জনগনের পাশে অবস্থান করছে।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.