বিনোদন ডেস্কঃ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন বলিউড তারকা অনুপম খের। সেখানে দেখা যাচ্ছে, একটি বায়োডাটা আপলোড করেছেন তিনি। কিন্তু এমন দুরন্ত অভিনেতার চাকরির প্রয়োজন কেন, তা নিয়ে প্রশ্ন আসতে পারে অনুরাগীদের মনে। ঘটনা সত্য যে, চাকরি পেতে সামাজিক মাধ্যমে নিজের সিভি দিয়েছেন অনুপম। বিষয়টি খোলাসা করেছেন অভিনেতা নিজেই।সেই বায়োডাটা আপলোড করে অনুপম লিখেছেন, ‘পাঁচ বছর অন্তর আমি আমার বায়োডাটা আপডেট করি! ভাগ্যক্রমে, আমার পেশায় বয়সের কোনো সীমা নেই। আশাকরি আমার বায়োডাটা আপনাদের ভালো লাগবে। জয় হো!’সেই পোস্টে নেটিজেনদের মন্তব্য ছিল এমন- মহান মানুষ চাকরি খুঁজছেন, এতে সম্মান বেড়ে গেল। খুবই অনুপ্রেরণামূলক।একই বর্ণনা দেখা গেল তার লিঙ্কডইন আইডিতেও। সেখানে অভিনেতা নিজেকে শিক্ষক, লেখক ও মোটিভেশনাল স্পিকার বলেও অভিহিত করেন।দীর্ঘ অভিনয় জীবনে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। পর্দায় চরিত্রটিকে যথাযথ ফুটিয়ে তুলতে বরাবরই ব্যতিক্রম লুকে ধরা দেন অভিনেতা।অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাও করেন অনুপম খের। প্রায় ২০ বছর পর পরিচালনায় ফিরছেন এই অভিনেতা। নি ‘তন্বী দ্য গ্রেট’-এর হাত ধরে আবার পরিচালনায় কামব্যাক করছেন। তবে সামনে বড় পর্দায় দেখা দেবেন অনুপম। কঙ্গনা রনৌতের ‘ইমার্জেন্সি’-তে ধরা দেবেন তিনি।