চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টিনের ও দুটিপাকাঘরসহ ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।রবিবার (৫ জুন) দিনগত রাত ৩টার দিকে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মধ্য বড়কুল তোরাবালী বেপারী বাড়ির প্রবাসী সুমনের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে একে একে পুড়ে যায় ওমান প্রবাসী হানিফ, টাইলস মিস্ত্রি আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার ঘর।কুয়েত প্রবাসী সুমন, ওমান প্রবাসী হানিফ, টাইলস্ মিস্ত্রি আরিফ ও কৃষক মোহাম্মদ মিয়ার ঘরে থাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।গভির রাতে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।টাইলস্ মিস্ত্রি আরিফ জানান, চোখের সামনেই আগুনে আমার জীবনের সকল উপার্জন কেড়ে নিয়েছে। কিছুই রক্ষা করতে পারিনি। শুধু পরিবারের সদস্যদের ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে। ৫ লাখ টাকা লোন নিয়ে ঘরটি করেছি। আমার সামনেই পুড়ে ছাই হয়ে গেছে আমার স্বপ্ন।
ক্ষতিগ্রস্ত সুমন, হানিফ ও আরিফের মা, স্ত্রী ও সন্তানরা মিলে ১৩ সদস্যের পরিবার। তাদের দুপুরে একবেলা খাবার, গোসল করে পড়ারমত কোন বস্ত্রও তাদের নেই। সবই কেড়ে নিয়েছে আগুণে।সোমবার (৬ জুন) সকালে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসেন, স্থানীয় ইউপি চেয়াম্যান মো. মজিবুর রহমান।চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন।তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান রনি ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করেন।