- Advertisement -
নাহিদ ইসলাম গত বছরের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। পরে ১৬ আগস্ট থেকে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে জানান, দল তৈরির জন্য ইতোমধ্যে নানা ধরনের প্রস্তুতিমূলক কমিটি হয়েছে।চলতি সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে নতুন দল যাত্রা শুরু করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।