চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তরুণ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত এড.সাইফুল ইসলাম আলিফের শোকসভা অনুষ্ঠিত হয়।

0

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : প্রগতিশীল নাগরিক সমাজ -এর উদ্যোগে অদ্য শুক্রবার সকাল ১১টায় উত্তর কাট্টলীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তরুণ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত এড.সাইফুল ইসলাম আলিফের শোকসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী। তিনি বলেন, বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি ও অস্থিতিশীলতার পরিবেশ তৈরি করে যারা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তরুণ সদস্য এড.সাইফুল ইসলাম আলিফকে দিনেদুপুরে চরম নিষ্ঠুরতার সাথে হত্যা করেছে, তারা দেশ ও জাতির শত্রু, তারা আমাদের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, ক্ষোভ, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। এহেন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সকল অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ।সভায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বক্তব্য রাখেন, ডা. মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সাদিক, সজীব দত্ত, মনোয়ারা বেগম পান্না, রুবি আক্তার, সবিতা দাশ, রোকেয়া আক্তার শিউলি, মোহাম্মদ হারুন অর রশিদ, নির্মল সেন, শাকিলা আক্তার ও ঝর্না রানী দে প্রমুখ।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.