চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন হাসপাতালে আরো ১২ জন রোগী ভর্তি হয়েছে। গতকাল বুধবার আগের ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আক্রান্তদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে, দুজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এবং একজন অন্য একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বর্তমানে চমেক হাসপাতালে আটজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদাউছ জানান, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। চলতি বছর এ পর্যন্ত চট্টগ্রামে (চমেক হাসপাতাল ছাড়া) ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা ১৪৯। এদের মধ্যে পুরুষের সংখ্যা ৬১, নারী ৪২ ও শিশু ৪৬। এর আগে গত সোমবার জেলায় সর্বোচ্চ ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়।