LastNews24.com
At last news on first everyday everytime

ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে দুই ট্রলার ডুবি, নিখোঁজ ৩৭ জেলে

0

কক্সবাজার প্রতিনিধি বঙ্গোপসাগরের হেলার নামক স্থানে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে এফবি নীল সাগরসহ দু’টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলির ঘটনায় এ পর্যন্ত ৩৭ জেলে নিখোঁজ রয়েছে।

ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন সভাপতি আ. মান্নান মাঝি বাংলাদেশ প্রতিদিনকে জানান, ঝড়ের কবলে পড়ে এফবি নীল সাগর ডুবে যায়। পরে জেলেদের অপর একটি ট্রলার গিয়ে উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যায় ১২ জেলে পাথরঘাটায় ফিরে এসেছে। অপর ট্রলারটির নাম জানা যায়নি, তবে ট্রলারের মালিক পাথরঘাটার হাজীরখাল এলাকার রহিম খলিফা বলে জানা গেছে। এই ট্রলারের মাঝিসহ ও ১১ জেলের মধ্য মাঝি কালু ও জেলে নাদিমসহ ৪ জনকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অন্য ট্রলার উদ্ধার করে কলাপাড়ার মহিপুর নিয়ে আসে।তিনি আরও জানান, শনিবার বেলা ১২টা পর্যন্ত পাথরঘাটার আনোয়ার হোসেনের মালিকানাধীন এফবি জাকিয়ার ১২ জেলে এবং রফিকুল ইসলামের এফবি এলাহি ভরসার ১৭ জেলে ও রহিম খলিফার ট্রলারের ৮ জেলেসহ মোট ৩৭ জেলে নিখোঁজ রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.