দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সাপের কামড়ে বৈশাখী বাড়া (১৫) নামের দশম শ্রেণিতে পড়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টিমুরাদপুর রমনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ছাত্রী ওই এলাকার কার্তিক কুজুরের মেয়ে। সে শাল্টিমুরাদপুর খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে খাওয়া শেষে নিজ বাড়ির মাটির একটি কক্ষে ঘুমাতে যায় বৈশাখী। রাত ৩টার দিকে হঠাৎ তার পায়ে কোনো কিছু কামড় দিয়ে পালিয়ে যায়। এ সময় সে ব্যাথায় চিৎকার করে মাকে ডেকে বিষয়টি জানায়। পরে মা এসে দেখেতে পান তার পায়ে সাপের কামড়ের দাগ। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে বৈশাখির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ওই ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।