ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে ইউনাইটেডের ভরাডুবি

0

খেলাধুলা ডেস্কঃ ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের অধারাবাহিক ফুটবলের ধারাবাহিকতা যেন চলছেই।

- Advertisement -

ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের মেলে ধরতে পারল না ইউনাইটেড, হেরে গেল ৩-০ গোলে। তরুণ ফুটবলার ডিন হাউসেনের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় সফরকারীরা। পরে দ্বিতীয়ার্ধে জাস্টিন ক্লুইভার্ট ও এন্টোয়ান সেমেনিওর গোলে জয় নিয়ে ফেরে বোর্নমাউথ।

পুরো ম্যাচে অধিকাংশ সময় পজেশন রাখার পাশাপাশি আক্রমণও বেশি করে স্বাগতিকরা। কিন্তু ফিনিশিংয়ে তারা পুরোপুরি ব্যর্থ।

দারুণ এই জয়ে এক লাফে পঞ্চম স্থানে উঠেছে বোর্নমাউথ। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। লিগে সপ্তম হারের পর ইউনাইটেড ২২ পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.